ইয়ারুল ইসলাম ::
ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ) বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখা-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সারাফাত হোসেন তার বক্তব্যে বলেন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য ধর্ষণ, খুন ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে যাতে কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন বলেন আমাদের দেশের যুবসমাজ যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। আমরা ধর্ষণ, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবো এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাজপথে থাকবো।
এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা বলেন দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
উক্ত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান এটি শুধুমাত্র একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং এটি একটি চলমান আন্দোলনের অংশ। তারা আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর করার আহ্বান জানান।