আর.কে.বাপ্পা, দেবহাটা ::
পবিত্র রমজান উপলক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার পক্ষ থেকে কবর জিয়ারত, আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং শহিদ আসিফের পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার ১০ মার্চ বিকালে শহীদ আসিফের বাড়িতে যেয়ে তার পিতা মাতা ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও ইফতার সামগ্রী প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার প্রধান ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি তাসনুভা আফরিন মিলি, আরিফুল ইসলাম, মোঃ শাহারিয়ার, নাজমুল হুদা, আবু সাঈদ, মোঃ আহছানউল্লা, ইমরান বাশার, তাসনীম বাবু হৃদয় প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের প্রতিনিধি আমিনুর রহমান। এ সময়ে শহিদ আসিফের কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছাত্র প্রতিনিধি মোঃ আহছানউল্লা।