বি, এম. জুলফিকার রায়হান ::
মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। সভায়- তালার কৃত্বি সন্তান; সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা এম. মইনুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, তালা নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরন কর্মকর্তা সাধনা রানী গুহ, সিনিয়র সাংবাদিক এম.এ হাকিম, জুলফিকার রায়হান, আকবর হোসেন, খান নাজমুল হুসেইন, বৈষম্য বিরোধি আন্দোলনের সমন্বয়কারী আব্দুল কাদের ও তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায়- ২ দিনব্যাপী গৃহিত কর্মসূচীর মধ্যে ২৫ মার্চ সকাল থেকে পর্যায়ক্রমে তালা উপজেলা ৩টি গণহত্যা স্মৃতির স্থানে পুষ্পমাল্য অর্পন, রাতে আলোক সজ্জা এবং ২৬ মার্চ আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্বর্ধনা ও ক্রীড়া প্রতিযোগীতাসহ নানান কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।
###