জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।বিদ্যালয়ের দাতাসদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগীতায় উক্ত পোশাক বিতরণ করা হয়। এ উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধানশিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পোশাক বিতরণ করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবি ও সুইড সাতক্ষীরার সভাপতি এ.কে.এম. শহীদউল্যাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু। বিদ্যালয়ের মোট ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয় । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।