ডেস্ক রিপোর্ট ::
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকা জন্মনিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতা অবশেষে সমাধান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পৌরবাসীর জন্য এই গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
ইউএনও তার ফেসবুক পোস্টে এ সুখবর জানিয়ে বলেন, ‘পৌরসভার জন্মনিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতা সমাধানে আমাদের সমন্বিত পদক্ষেপ সফল হয়েছে। বিগত দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ ছিল। এখন থেকে পৌরবাসী আবারও জন্মনিবন্ধন করতে পারবেন।’
তিনি এই সফলতার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) ও ডিডিএলজি জনাব মাশরুবা ফেরদৌস, শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল রেফাত, ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার বাবুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ করে তিনি শ্যামনগর পৌরসভার জনগণের ধৈর্য ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আপনারা আমাদের ও আমাদের টিমকে চার মাস সময় দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’
দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধন সেবা বন্ধ থাকায় পৌরবাসী নানান সমস্যায় পড়েছিলেন। তবে প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে সেই দুর্ভোগের অবসান হলো। স্থানীয় বাসিন্দারা ইউএনও রনি খাতুনের নেতৃত্বে নেওয়া কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শ্যামনগর পৌরসভার এক বাসিন্দা মো. আরিফুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দুই বছর ধরে আমরা জন্মনিবন্ধন করতে পারছিলাম না। শিশুদের স্কুলে ভর্তি, পাসপোর্ট করা, বিভিন্ন সরকারি সেবা নিতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে এই সমস্যার সমাধান হওয়ায় আমরা খুবই আনন্দিত। ইউএনও ম্যাডাম ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, তাদের প্রচেষ্টায় আমরা আবারও এই গুরুত্বপূর্ণ সেবা পেতে যাচ্ছি।’
এমন প্রতিক্রিয়া শুধু আরিফুল ইসলামের নয়, শ্যামনগরের অসংখ্য মানুষ এই সমস্যার সমাধানে স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।