এস,এম,আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান। প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ ও অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিলন মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিনিয়র সাংবাদিক কৌশিক দে, মেরিন ফিশারীজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ডিজিস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার এসএম ফয়সাল আহম্মেদ। বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মানিক বসু, টেকনিক্যাল অফিসার সুমন বিশ্বাস, কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল ও সমুদ্রগামী জেলে শংকর বিশ্বাস অনুষ্ঠানে সমুদ্রগামী নতুন ৭০টি ট্রলারে লাইফ জ্যাকেট, বয়া, রেডিও, টর্চলাইট ও স্মার্টফোন এবং পুরাতন ১১৭টি ট্রলারে রেডিও সহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
##