স্টাফ রিপোর্টার ::
মঙ্গলবার (১৮ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে সরকারি কর্মকর্তা, শ্রম অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিষ্ণুপদ পাল।
অনুষ্ঠানে বক্তারা দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, প্রবাসী কল্যাণ নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব হবে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান হোসেন বলেন প্রবাসীদের অধিকার রক্ষা এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন সাতক্ষীরা জেলা থেকে প্রতিবছর প্রচুর শ্রমিক বিদেশে যান কিন্তু অনেকেই দক্ষতার অভাবে ভালো কাজ পান না। দক্ষতা উন্নয়নের মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব।
সেমিনারটিতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেমিনারের শেষ পর্বে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মসংস্থান সংক্রান্ত সরকারি নীতিমালা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রবাসী কর্মীদের কল্যাণে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।