গত সোমবার সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র “সাতক্ষীরা ভিশন” এ “সাতক্ষীরায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা, থানায় অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো মো. নাজমুল হাসান ইফতারি প্রোগ্রাম নিয়ে এলাকায় একটি ঝামেলা তৈরি করে এবং আমার ব্যবসায় বাধা বিপত্তি তৈরি করে।এজন্য রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ক্লাব মাঠের সামনে তার সাথে কথা কাটাকাটি ও মনো-মালিন্য তৈরি হয়।এর-ই প্রেক্ষিতে (১৮ মার্চ) মঙ্গলবার সাতক্ষীরা সদর ফাঁড়ীতে বসে সদর ফাঁড়ীর অফিসার ইনচার্জ আব্বাস আলির উপস্থিতিতে নাজমুল ও আমার মধ্যে মনো-মালিন্যের বিষয়টি মিমাংসা ও নিষ্পত্তি করা হয়।
শেখ সুমন রহমান
ব্যবসায়ী
সুলতানপুর ৪ নং ওয়ার্ড, সাতক্ষীরা সদর