কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১৮ মার্চ) বেলা ৩ টার দিকে পৌর সদরের বিভিন্ন পণ্য ভিত্তিক বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনায় নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। আদালতে পৌরসভা আইন ২০০৯ এর ১০৯ ধারা মোতাবেক অপরাধী ফল ব্যবসায়ী ওসমান গনিকে ২ হাজার টাকা ও মুনছুর আলীকে ২ হাজার- মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া পবিত্র মাহে রমজান মাস শেষে ঈদল ফিতরকে সামনে রেখে কলারোয়া পৌর সদরের বাজারে নিত্য যাত্রী ও ক্রেতাদের ভিড়ে যে যানজটের সৃষ্টি হচ্ছে সেটি থেকে পরিত্রান পেতে ওই আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে তরকারি, মাছ, মাংস, ফল, মুদিখানাসহ বিভিন্ন বাজার সংলগ্ন রাস্তার ধারে বা ফুট পথে অবৈধভাবে বিভিন্ন ধরনের দ্রব্য বিক্রি করায় যানজোট সৃষ্টিতে ক্রেতা সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে মাইকিং করে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রথম দিন থেকে অবৈধভাবে রাস্তা দখল করা অনেক ব্যবসায়ীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সতর্ক করলেও আগামী দিন সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা না করলে অপরাধী ব্যবসায়ীকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানান। আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আ: রফিক, সাধারন সম্পাদক শওকত হোসেন, বেঞ্চ সহকারি আ: মান্নান, পৌর সভার আরিফ হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।