বি. এম. জুলফিকার রায়হান ::
তালা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক অনির্বান পত্রিকার তালা প্রতিনিধি শেখ সিদ্দিকুর রহমানের পিতা আনছার আলী শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। প্রায় ৮৫ বছর বয়সী আনছার আলী শেখ বৃদ্ধ বয়সে নিয়োমিত নামাজ ও রোজা পালন করতেন এবং ইসলাম ধর্মীয় গুরুত্বপূর্ন ইবাদত “এতেকাফে” অবস্থান নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, আনছার আলী শেখ অত্যান্ত সৎ, ধার্মীক, সহজ-সরল এবং সদালাপি ছিলেন। চলতি রমজান মাসে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় থাকার পরও সবগুলো রোজা পালন করেছেন এবং শুক্রবার রাত থেকে বাড়ির পাশের আগোলঝাড়া জামে মসজিদে অবস্থান নিয়ে এতেকাফে অবস্থান করেন। শনিবার ভোর রাতে তিনি সাহরি খাবার পর রোজা রাখা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে তালা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে মৃত্যুবরন করেন। রমজান মাস এবং রোজা ও এতেকাফে থাকা অবস্থায় মৃত্যুবরন করায় গ্রামের মুসল্লিরা বিষয়টি তাঁর জন্য সৌভাগ্যজনক বলে মন্তব্য করেন।
শনিবার (২২ মার্চ) দুপুরে জানাযা নামাজ শেষে আগোলঝাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে শোকাবহ পরিবেশে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মসল্লিরা অংশগ্রহন করেন।
এদিকে, সাংবাদিক শেখ সিদ্দিকুর রহমান এর পিতা আনছার শেখ’র মৃত্যুতে গভীর শোখ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী, নারায়ন চন্দ্র মজুমদার, সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস.আর. আওয়াল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফা, জয়দেব চক্রবর্ত্তী, বাবলুর রহমান, আরিফ বিল্লাহ, ফারুক সাগর, শাহিনুর রহমান, আপতাব হোসেন ও বাহারুল ইসলাম প্রমুখ।
###