॥ পলাশ কর্মকার ॥
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে মুরগী পালন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোম ও মঙ্গলবার ২ দিন ব্যাপী সকাল থেকে দিন ব্যাপী এলাকার দলিত ও সুবিধা বঞ্চিত যুব নারীদের নিয়ে মুরগী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিবপদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে হরিঢালী ইউনিয়নের ১০ গ্রাম থেকে ২০ জন হতদরিদ্র যুবনারী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ দেন পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ। উপস্থিত ছিলেন পল্লী দলিত সংস্থার কোষাধ্যক্ষ অমল কুমার দাশ, পি ডি এস এর দপ্তর সম্পাদক জয়ন্ত কুমার দাশ, পিডিএস এর প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ দাশ, জগদ্বিশ দাশ, বিপ্লব দাশ প্রমূখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে মুরগী, মুরগীর ঘর, খাবার ও পানির পাত্র বিতরণ করা হয়েছে।
##