অনলাইন ডেস্ক ::
৬ দিন পর পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন। তবে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের দুটি পৃথক এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৬ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অংশে পুড়ে গেছে লতাপাতা, গুল্ম ও গাছপালা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে অগ্নি নির্বাপন অভিযানের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস ও বনবিভাগ।
এর আগে ২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন নিয়ন্ত্রণে না আসতেই ২৪ মার্চ সকাল থেকে নতুন করে পুড়তে শুরু করে ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশেরছিলায় বন।
দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নির্বাপন কাজে নেমে আসে স্লথগতি। বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি নদী রয়েছে। তবে ভাটার সময় সেই নদীতে পানি না থাকায় পানির জন্য ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায় থেকে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। এভাবে টানা ৬দিন ধরে চলতে থাকে আগুন নেভানোর চেষ্টা। সবশেষ বৃহস্পতিবার আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দেয় ফায়ার সার্ভিস ও বনবিভাগ।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, সুন্দরবনের গহীনে টানা ৬দিন ধরে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬ থেকে ১০টি ইউনিটের ৩০-৪০জন কর্মী আগুন নেভানোর কাজ করেছেন।আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, আগুন পুরোপুরি নিভে গেছে। জিপিআরএস অনুযায়ী আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় চার একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।