শেখ মনিরুজ্জামান মনু ::
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি বাহিনীর হামলা, হত্যাযজ্ঞ আল-আকসা রক্ষা এবং মার্চ ফর গাজা কর্মসুচী বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়রা উপজেলা ইমাম পরিষদে। ১২ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলার ৪২৭ টি মসজিদের ইমামদের নেতৃত্বে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে মদিনাবাদ হাইস্কুলের মাঠে সমবেত হন। প্লাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, নিতানিহায়ুর দু’গালে জুতা মারো তালে তালে, ইসরায়েলি পন্য বর্জন করো করতে হবে, আমরা সবাই রসুল সেনা ভয় করিনা বুলেট বোমা । সমাবেশ সভাপতিত্ব করেন কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান। ইমাম পরিষদ নেতা মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চলনায় সমাবেশে বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খুলনা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি কুদরুতুল্লাহ কাশেমী, কয়রার সাবেক সভাপতি মাওলানা আয়ুব আলী, কয়রা উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মাওলানা শেখ সাইফুল্লাহ, পাইকগাছা পৌরসভার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম,কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিক্কার আলম প্রমুখ। সমাবেশে বক্তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এবং ইসরাইলের পন্য বর্জনের আহবান জানানো হয়।