ডেস্ক রিপোর্ট ::
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ দিবসটির তাৎপর্য তুলে ধরে এসব কর্মসূচির আয়োজন করে। সকালে ইউপি চত্বর থেকে র্যালিটি বের হয়ে সাতক্ষীরা-কলারোয়া সড়ক ও ঝাউডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে পরিষদেই ফিরে আসে।
পরে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তা শেখ তানজির আহমেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, সেক্রেটারি নুরুল বাসার, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামছুন্নাহার প্রমুখ।
আরও অংশ নেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ ইকবাল, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজহারুল ইসলাম বাবলু, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার নাসিমা খাতুনসহ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
সভায় সমাজের অসহায় মানুষের আইনগত অধিকার নিশ্চিত ও আইনী সহায়তা প্রদানে লিগ্যাল এইড অফিসের কার্যাবলী তুলে ধরা হয়। #