আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার বিকাল ৫টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয় দঃ পারুলিয়া শিয়া মসজিদ রোড দেবহাটায় সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক রাজু আহমেদ। স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে কবি আবুল কালাম আজাদ, কবি রিয়াজুল ইসলাম, ডাঃ বাসনা কুমার মন্ডল, ডাঃ সালেক রেজা, আসমা খাতুন, কবি আক্তার আলী, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, কানাইলাল মৃধা, ডাঃ জামালউদ্দীন, মহিদুল ইসলাম, আনিসুর রহমান, ডাঃ আইয়ুব হোসেন, ডাঃ দীপঙ্কর, হারান সরকার, দুলাল চন্দ্র, মহিউদ্দিন আহমেদ, সাদিয়া সুলতানা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় যে, আগামী ২৪ মে ২০২৫ শনিবার বিকাল ৪টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৬ জনকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারা হলেন যথাক্রমে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, শহীদুর রহমান, ডাঃ মৃণাল কান্তি রায় ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম।