কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, টিএইচও ডা. নিতিশ কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই নিকুঞ্জ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার, বিআরডিবি কর্মকর্তা এসএমএ সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ূন কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শেখ সোহেল রানা, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।