ডেস্ক রিপোর্ট ::
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ৩ ভাতীয় নাগরিক আটক হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-শুক্রবার বিকালে ভারতের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া (ঢাকুরিয়া) এলাকার মৃত পশুপতি কর্মকারের ছেলে দিপংকর কর্মকর (৩৫), বনগাঁ থানার প্রমোদনগর গ্রামের মৃত রাম ঢালীর সাধন ঢালী (৩৬) ও একই গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (৩০) ভারতীয় ৯ বোতল মদ, ৩ বোতল এলএসডি নিয়ে কলারোয়ার সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে। থানা পুলিশের বিশেষ সোর্স মারফাত সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।