আর.কে.বাপ্পা, দেবহাটা ::
সাতক্ষীরার দেবহাটায় বেরসকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবার মান্নোয়নে স্বাস্থ্যকর্মীদের ৩ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার হাদীপুরস্থ ডিআরআরএর প্রশিক্ষন কেন্দ্রে গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া উক্ত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ৬ নভেম্বর, ২৩ ইং অনুষ্ঠিত হয়েছেআশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অ্যামেরিকিয়াস ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এএইচএম কামরুল আহছান ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সাকিব হাসান বাধন। ৩দিনের উক্ত প্রশিক্ষনে দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের দুইটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এফডবিøএ, এফডবিøভি, এএইচআই, এফপিআই, এইচআই ও আশার আলোর স্বাস্থ্য কর্মীসহ মোট ৩৮জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এসময় প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাঃ আরাফাত আহম্মেদ, হিসাব রক্ষক ফজলুল হক, প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প সমন্বয়কারী জি.এম ইমতিয়জ, আশার আলোর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, আল আমিন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শিফালি পারভীন উপস্থিত ছিলেন। উক্ত ৩দিনের প্রশিক্ষনে স্বাস্থ্যসেবার মান্নেয়নে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন প্রদানের সাথে সাথে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।