॥ এস, কে হাসান ॥
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করায় আশাশুনিতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত এ আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকর্মীদের নেতৃত্বে পৃথক পৃথক মোটর সাইকেল মিছিল আশাশুনি সদরে আসে। পরে সকল নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক, উপজেলা পরিষদ এলাকা ও বাজার প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রতাপনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি, উপজেলা আ’লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আনুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, খাজরা চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, সাবেক চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, কুল্যা চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, শ্রীউলা চেয়ারম্যান প্রভাষক দীঙ্কর বাছাড় দিপু, বুধহাটা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, হুমায়ুন কবির সুমন, মহিতুর রহমান, সাহেব আলী, মিঠুন, নুরুজ্জামান জুলু, জলিল উদ্দীন ঢালী প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।