আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় সুশীলনের এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, সোমবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডাঃ শোভন মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, সুশীলনের ম্যানেজার গৌরাঙ্গ ঘোষ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, আইডিয়াল সমন্বয়কারী নজরুল ইসলাম, দেবহাটা সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, রাইট টু গ্রো প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার মোমেনা খাতুন ও মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের ওজন নির্নয়ের জন্য জিএমপি ক্যাম্পেইনের মাধ্যমে দেবহাটার সকল এলাকার অপুষ্টি শিশুদের শিশু সুরক্ষা, শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি নিশ্চিতকরনের আলোচনা করা হয়।