এস কে হাসান ::
আশাশুনিতে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, আরডিও আবু বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, হাজী আবু দাউদ ঢালী, রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি গোপাল কুমার মন্ডল, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যা দিবসসহ উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।
##