কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে গৌরবোজ্জ্বল ‘পাক হানাদারমুক্ত’ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সাবেক কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার
সৈয়দ আলি, সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল
রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান
কমান্ডের সভাপতি এড. আশরাফুল আলম বাবু। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় দোয়ানুষ্ঠানের। এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন উপজেলার সকল মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।