পলাশ কর্মকার ::
৪ জানুয়ারি সকালে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ভোটের উৎসবে সামিল হতে দিঘলিয়ায় লিফলেট বিতরণ মানববন্ধন ও র্যালির আয়োজন করে।
ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ ও সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সৌজন্যে এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ থেকে র্যালি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেনহাটী বাজার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ, সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।
মানববন্ধন চলাকালে Go vote লেখা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বক্তৃতা করেন আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এম সিদ্দিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এস এম সাখাওয়াত হোসেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। ভোট প্রদানের মাধ্যমে আপনারা যাদের নির্বাচন করবেন তারা দেশ পরিচালনা করবেন। তাদের উপর দেশের উন্নয়ন ও গনতন্ত্র নির্ভর করবে। তাই ভোট প্রদানের জন্য ভোট উৎসবে শামিল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমারা এ উৎসবে শামিল হবার জন্য প্রত্যেক ভোটার বিশেষ করে তরুণ ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
##