ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ভিক্টোরি ডে কারাতে কম্পিটিশ’ কুমিতে (মার্শাল আর্ট) প্রতিযোগিতায় অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে সাতক্ষীরার কৃতি সন্তান অর্ণব মন্ডল। ১টি সিলভার ও ১টি ব্রোঞ্জসহ ২টি পদক পেয়েছে এই কৃতি খেলোয়াড়। গত ২৯ ডিসেম্বর চট্টগ্রামের বহদ্দারহাটে (মার্শাল আর্ট) প্রতিযোগিতা-২০২৩ এ অংশ নিয়ে তৃতীয় বারের মতো এই অর্জন করে অর্ণব মন্ডল। অর্ণব সাতক্ষীরার আশাশুনি উপজেলার জগদীশ মন্ডল ও সন্ধ্যা সরকারের একমাত্র পুত্র। সে খুলনা মার্শাল আর্ট স্কুলের শিক্ষার্থী। এই সাফল্যে অর্ণব মন্ডল বলেন, আমার বাবার ইচ্ছা ছিল আমি একজন বড় ক্রিকেটার হবো। কিন্তু ৫ বছর ক্রিকেট লাইফে থেকে হঠাৎ মার্শাল আর্টে আসি। এ পর্যন্ত আসতে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আমি থেমে না থেকে চেষ্টা করে গেছি। আমার প্রথম অর্জন প্রথম ফাইটার ন্যাশনালে ব্রোঞ্জ মেডেল এবং দ্বিতীয় খেলায় বাংলাদেশসহ ৬টি দেশ কর্তৃক আয়োজিত খেলায় সিলভার মেডেল অর্জন করি। আমার ইচ্ছে আছে একজন পরিপূর্ণ প্রশিক্ষক হয়ে নিজ জেলা সাতক্ষীরায় মার্শাল আর্ট স্কুল তৈরি করে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়ার।
##