এস কে হাসান ::
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) সকালে স্কুল মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সমন্বয়ে বছরের দ্বিতীয় অভিভাবক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য প্রদান করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহন করা হয়।