কে এম আনিছুর রহমান ::
ধর্ম ভিত্তিক রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই,এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান,ঐক্য পরিষদের পক্ষ থেকে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।শনিবার(জানুয়ারী ২৭)সকাল সাড়ে ১১টায় কলারোয়া পৌর সদরের বিশ্বাস মার্কেটে সংগঠনের উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই অতিথিকে ফুল দিয়ে বরণ করে, ধর্মীয় গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা শুরু করেন এবং এমপিকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ১ সংসদ সদস্য ও উপজেলা আ,লীগের বার নির্বাচিত সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান,ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক পূজা উদযাপন পরিষদ নিরঞ্জন কুমার ঘোষ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসুন সকলেই আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ তৈরি করি। অবহেলিত(তালা-কলারোয়া)উন্নয়নের জন্য তাদের দেওয়া অঙ্গীকার পূরণের লক্ষে নিরলস কাজ করে যাবো। বর্তমান সরকার এই অঞ্চলের উন্নয়নে আন্তরিক,সাতক্ষীরা-১অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ করা সম্ভব। আরো বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গীবাদ ও মৌলবাদের রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র করেছিলো তা মুক্তিযুদ্ধের পক্ষের জনগন ও দেশপ্রেমিক মানুষ প্রতিহত করেছে।আগামীতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ,লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার,মেয়র মনিরুজ্জামান বুলবুল,উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, কলারোয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.কামাল রেজা,গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,জেলা শাখার হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান,ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু,জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ ঘোষ, জেলা শাখার হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার শীল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আ,লীগের আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী(মজনু)ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল, এম,এ আবুল কালাম, বিশাখা তপন সাহাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অতিথিবৃন্দ।