এস কে হাসান :;
আশাশুনি সরকারি কলেজের শিক্ষক ক্যাপ্টেন এছাহক আলী এক্স ক্যাডেটস পদক-২০২৪ লাভ করেছেন। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) তেঁজগাও (ঢাকা) সিভিল এ্যাভিয়েশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) আয়োজিত অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ক্যাপ্টেন মোঃ এছাহক আলীকে বিএনসিসিতে বিশেষ অবদান রাখার জন্য এক্স ক্যাডেটস পদক-২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পদক প্রদান করেন, মাননীয় মন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) একেএম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনসিসি’র সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, সদস্য সচিব লেঃ কর্ণেল (অবঃ) আলা উদ্দীন গাজী, মহা সচিব (ডিউক) মোহাম্মদ নূরুল হুদা, আহবায়ক বেকা মুখপাত্র মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।