স্টাফ রিপোর্টচার ::
কলারোয়ায় ফিরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথীর নাম ঘোষণা দিলেন অস্ট্রোলিয়া প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অস্ট্রোলিয়ায় ছিলেন।
এবার কলারোয়া উপজেলাবাসীর আহবানে অস্ট্রোলিয়া ছেড়ে তিনি সোমবার (১৩ফেব্রæয়ারী) বিকেলে একেবারেই তার জন্মভ‚মি কলারোয়ায় ফিরেছেন। এদিকে কলারোয়ায় ফেরার সংবাদ পেয়ে হাজার হাজার ভক্ত জনতা গাড়ি বহর নিয়ে কলারোয়ার
খোরদো বাজারে ভিড় জমায়। সেখানে দেয়াড়া ইউনিয়নবাসী এসএম আলতাফ হোসেন লাল্টুকে পেয়ে ফুল ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর পরে খোরদো হাইস্কুল মাঠে দেয়া হয় এক গণসংবর্ধনা। সেখানে এক বক্তব্যে অস্ট্রোলিয়া প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর নাম ঘোষনা করেন। এসময় হাজার
হাজার জনতা হাত উঠিয়ে সমর্থন দেন। এর পরে জননেতা এসএম আলতাফ হোসেন লাল্টু খোরদো বাজার থেকে যুগিখালী বাজার হয়ে সরসকাটি টু জয়নগর, জালালাবাদ হয়ে কলারোয়ায় আসেন। এর পরে কলারোয়ার শহীদ মিনারে সামনে এক পথসভায় যোগ দেন
তিনি। সেখানে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন-এসএম আলতাফ হোসেনের ছোট ভাই কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান
মফে, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, চন্দনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, গয়ড়া কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা এড.
শেখ কামাল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মতিয়ার
রহমান, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, যুবলীগনেতা হাসান, মাস্টার শাহিনুর রহমান, ইউপি সদস্য কাউছার আলী, ইউপি সদস্য আ: জলিল, আওয়ামীলীগনেতা বাচ্চু, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা ডা: আমানুল্লাহ আমান, যুবলীগনেতা মেহেদী রুবেল, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।