এস.কে হাসান ::
অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। গত ৫ই মার্চ ২০২৪ তারিখে ০৫.০০০০.১৩৯.১৯.০০৯.২০.৯৫ স্মারকে উপ—সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত একপত্রে তিনি মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে এ পদোন্নতি পেয়েছেন। উল্লেখ্য, গত ইং—০৩/০৭/২০২৩ তারিখে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আশাশুনিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। #