ইব্রাহিম খলিল ::
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহারুল সানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এ ঘটনা ঘটে। শাহারুল সানা কল্যাণপুর মাঝেরপাড়া আবুল বাশারের ছেলে ও পেশায় একজন শ্রমিক তিনি।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে কারেন্টের লাইন নিয়ে কাজ করছিল। হঠাৎ অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
##