এস কে হাসান ::
আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেনের বড় ভাই মোস্তফা সরদার (৬০) এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুম্মা এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের মৃত আজিম উদ্দীন সরদারের পুত্র ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার নিজস্ব প্রতিনিধি আকাশ হোসেনের বড় ভাই মোস্তফা সরদার বৃহস্পতিবার পেটে ব্যাথা অনুভূত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকাল ৩টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ভাই , ৩বোন, ২ শিশু কন্যা ও স্ত্রী রেখে গেছেন। হাজিডাঙ্গা পুরাতন জামে মসজিদে রহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া করেন মাওলানা আব্দুল ওয়াদুদ। এলাকার মুসল্লী ও গন্যমান্য ব্যাক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে হাজিডাঙ্গা পুর্বপাড়া নতুন জামে মসজিদে দ্বিতীয় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা জাকারিয়া ও হাফেজ মাওলানা রাশেদ হোসেন। এলাকার মুসল্লী ও গন্যমান্য ব্যাক্তিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।