এস কে হাসান ::
আশাশুনিতে বিশ্ব মা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান , প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন মনিরা খাতুন ও গীতা পাঠ করেন বৈশাখী মণ্ডল ও গান পরিবেশন করেন সুতপা মন্ডল।