আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফাকে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৯ জুন রবিবার সকাল ১১ টায় স্কুল হলরুমেভি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। এসময় অনুষ্ঠানে আলফা বলেন, তিনি খুবই সাধারণ ঘরের ছেলে আর সাধারণ মানুষেরা তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। মহান আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন আর তিনি এই সম্মানের মর্যাদা রাখবেন। স্কুলের সার্বিক উন্নয়নে তিনি সাধ্যমতো কাজ করবেন জানিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যদি কোন বখাটে ছেলেদের দ্বারা ভটিজিং এর শিকার হও তাহলে তাকে ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী হতে ও শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ আফসার আলী মাস্টার। এসময় স্কুল ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান কাজল, আজগর আলীসহ স্কুলের সকল শিক্ষকগণসহ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।